কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মাইলস্টোনের দাবানল

post title will place here

ঐযে মেঘের ভেলা যাচ্ছে উড়ে,

শতরঙা রামধনু নভ জুড়ে,

দুলে গাছ পঙ্খিরাজের খুরে…।

মেঘের ফাঁক গলে এক পাথর,

এসে পড়লো হঠাৎ এ নিথর—

স্নিগ্ধ রঙিন ভুবনের পর…।

উঠলো বেজে হায় বজ্রনাদ!

জন্ম নিল কুবিস্তৃত খাদ,

জ্বলে গেল জীবনের সব স্বাদ…।

শিউরে ওঠে গা—জীবন্ত দেখে,

এ-তো কয়লা—দেহে অনল মেখে,

হা! ভাসে হাবিয়ার আগুন—চোখে…।

-তাহমিদুল্লাহ সারাসিনী

মাইজদীনোয়াখালী।


Magazine