ঐযে মেঘের ভেলা যাচ্ছে উড়ে,
শতরঙা রামধনু নভ জুড়ে,
দুলে গাছ পঙ্খিরাজের খুরে…।
মেঘের ফাঁক গলে এক পাথর,
এসে পড়লো হঠাৎ এ নিথর—
স্নিগ্ধ রঙিন ভুবনের পর…।
উঠলো বেজে হায় বজ্রনাদ!
জন্ম নিল কুবিস্তৃত খাদ,
জ্বলে গেল জীবনের সব স্বাদ…।
শিউরে ওঠে গা—জীবন্ত দেখে,
এ-তো কয়লা—দেহে অনল মেখে,
হা! ভাসে হাবিয়ার আগুন—চোখে…।
-তাহমিদুল্লাহ সারাসিনী
মাইজদী, নোয়াখালী।