আমি একটা ছাত্র বটে পড়ার সময় নেই
সবাই বলে আমি ছাত্র বটে কাজের সময় নেই।
ভালো-মন্দ লুকিয়ে থাকে আমার আশেপাশে,
সঠিক সময় উপস্থিত নেই আমি ছাত্র বটে।
স্কুলের দিকে যাচ্ছি যখন পাশে দেখছি ওরা
সবাই ঘুরছে যাযাবরের মতো ছাত্র তাহলে কারা?
আমি ভাবছি ওরা একদিন ভালো মানুষ হবে
এখন ভাবছি ওরা ভালো কৃষকও হবে না বটে!
এদেশ যাদের নিয়ে গর্ব করে বেশ
তারা কিনা নেশার পানে ছুটছে নিরুদ্দেশ।
সেই হলো ছদ্মবেশে
আজকের ছাত্র বটে!
মো. তোবারক ইসলাম
মা‘হাদ ১ম বর্ষ, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।