কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মৃত্যুর ডাক

স্বদেশের তরে এসেছে প্রভাত ভোরে

দেখিলাম এক মালি,
হাজারো রকমের তুলিয়াছে ফুল
ভরিতেছে তার ডালি।
স্বদেশ নহে বিদেশেও সে
করে ভ্রমণ প্রাত,
ডাকিলে হেথায় যাইবে সেথায়
দূর হোক যত শত।
আল্লাহতে তাহার মন করে সে যাপন
হুকুম করিলে হয় না দেরি,
সময় হইলে শেষ, ধরিবে তাহার কেশ
নাহি দিবে ছাড়ি।
ধরিবে যাহারে বলিবে তাহারে
করিব তোমায় আদর!
সময় হয়েছে তোমার; দেরি করিব না আর
পরাইব মরণ চাদর।

ফরহাদ বিন আব্দুল আলীম

শিক্ষক, ঘিওর সিনিয়র মাদরাসা, ঘিওর, মানিকগঞ্জ।

Magazine