কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

পথশিশু

পথের ধারে অনাহারে

কত শিশু থাকে,

ঐ শিশুদের খোঁজ-খবর

ক’জন লোকে রাখে।

সবাই তাদের ঘৃণা করে

কেউ ডাকে না কাছে,

সংগ্রাম করে অনাহারে

তাদের জীবন বাঁচে।

জীবনযুদ্ধে সংগ্রাম করে

রাস্তায় কাটায় রাত,

তাদের দিকে ভালোবাসার

কেউ বাড়ায় না হাত।

যে শিশুদের থাকার কথা

মায়ের আঁচল তলে,

সে শিশুরা থাকে দেখি

ঐ টোকায়ের দলে।

স্বজনহারা ঐ শিশুরা

শিখবে কেমন করে,

সমাজ যদি তাদের দেখে

অবহেলা করে।

অবহেলা ছেড়ে তাদের

বাসতে হবে ভালো,

শিক্ষা দিয়ে তাদের মাঝে

জ্বালতে হবে আলো।

-আশরাফুল হক্ব

নাচোল, চাঁপাই নবাবগঞ্জ।

Magazine