স্বাধীন করে পেলাম নতুন দেশ,
থাকবে না যেখানে হিংসা-বিদ্বেষ।
সাম্য মৈত্রী থাকবে ভালোবাসা,
পূর্ণ হবে জাতির সকল আশা।
মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া এ দেশ,
যুলম জাহেল যালেমের দিন শেষ।
সবে হবে ভাই ভাই,
খুন, ধর্ষণ, নির্যাতন- এর বিচার যেন পাই।
দুর্নীতি, সন্ত্রাসী, চুরি, ডাকাতি থাকবে না,
হত্যা, গুম, খুন, নির্যাতন করে পার পাবে না।
শহীদের রক্তে কেনা এ দেশ,
মেধার বিকাশ হোক যেন বেশ।
গরীব, দুঃখীর চিৎকার হাহাকার,
লাঞ্ছিত, বঞ্চিত কেউ হবে না শিকার।
বীর শহীদের রক্তে কেনা দাম,
তাদের জানায় হাজারো সালাম।
আনিছুর রহমান
বগুড়া।