কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মুনাফেক্ব

post title will place here
রাসূল বলেন আচরণে থাকলে চারটি স্বভাব
তোমার ভিতর রয়ে গেছে ঈমানেরই অভাব।
এমন স্বভাব পুষলে পরে তোমার জন্য ধিক
খাঁটি মুমিন তুমি তো নও তুমি মুনাফেক্ব।
চলতে পথে মুনাফেক্বে কথা যখন বলে
মুখে থাকে এক কথা আর মনে আরেক চলে।
মিথ্যা কথায় এমন করে নিত্য দেয় সে ধোঁকা
মিষ্টি কথার ফাঁদে পড়ে আমরা হই যে বোকা।
আমানতের ধার ধারেনা খেয়ানতে মজে
পরের মালে আয়েশ করে থাকে চোখটি বুজে।
প্রতিজ্ঞাতে নবাব তিনি রোজই করে পণ
সেই প্রতিজ্ঞা ভঙ্গ করতে লাগে কতক্ষণ। 
বিবাদে সে লিপ্ত হলেই গালাগালি করে
খারাপ ভাষায় জবাব দিয়ে নিজকে তুলে ধরে।
দূরে থেকো এমন স্বভাব যেসব লোকের আছে
তবেই তুমি সৃষ্টিকর্তার থাকবে অনেক কাছে।
-জিশান মাহমুদ 
শ্রীবরদী, শেরপুর।
Magazine