কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ঈদুল ফিতর

ওই দেখা যায় নীল গগনে
বাঁকা চাঁদের হাসি,
আনন্দ ছড়িয়ে বলি সবাই—
তাকবির ওঠাক শ্বাসি!
ভোর হলেই শয‍্যা ছেড়ে
গোসল করব সবে,
নতুন জামায় আতর মেখে
মনটা খুশি হবে৷
ঈদের ছালাত আদায় করে
জড়াব সবারে,
ভালোবাসার বাঁধন গড়ে
হাসব আপন করে।
অভাবীদের পাশে থাকব—
দেব সান্ত্বনা,
সুখ-দুঃখের সাথী হব
সবার আপন জনা।
নিয়ম মতো যাকাত-ফেতরা
দিব হিসাব করে,
ঈদের খুশি পৌঁছে যাতে
সব মানুষের ঘরে৷
 
-এম. আবু বকর সিদ্দিক 
ছায়ামঞ্জিল, পূর্ববাসাবাটী, বাগেরহাট। 
Magazine