নারী তুমি সম্মানী জাতি থাকবে তুমি ঘরে,
কেন তুমি নগ্ন হয়ে চলো বাহিরে।
বিজাতীয়দের চক্রান্তে কেন তুমি পা দিলে?
ভেবে দেখো, তোমার সম্মান তুমিই হারালে।
জাহেলী যুগে তোমার ছিল না কোনো সম্মান,
যে তোমায় দিয়েছে মর্যাদা তার নাম ইসলাম।
ইসলাম তোমায় দিয়েছে সম্মান দিয়েছে মানবতা,
তা বাদ দিয়ে কেন খুঁজছ মিথ্যা স্বাধীনতা?
ইসলাম তোমায় রাখে ঘরে, রূযী দেয় কর্তার হাতে,
এমন সম্মান পেয়েও তুমি কেন নামলে মাঠে?
তোমার অধিকার সেদিন থেকে এসেছে যেদিন ভবে,
কেন তুমি মিথ্যা অধিকারের পিছে ছুটছ বলো তবে?
ইসলামী জ্ঞানের অভাবে হয়তোবা তোমার এমন হাল,
সে জ্ঞান থাকলে বুঝতে পারতে বিজাতীয়দের পাতা জাল।
তোমার কর্ম প্রমাণ করে তুমি শিক্ষিত না;
খবরদার! নারী তুমি ধ্বংসের দিকে ধাবিত হয়ো না।
ফিরে এসো ইসলামের পানে, পড়ে দেখো কুরআন,
দেখো তোমার প্রভু তোমায় দিয়েছেন কত সম্মান।
সুরাইয়া বিনতে মামূনুর রশীদ
শিক্ষার্থী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ (বালিকা শাখা),
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।