কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সোনার জীবন

post title will place here
সোনার জীবন গড়তে হলে
সঠিক দ্বীনকে জানো,
মন্দ পথকে ভুলে তুমি
দ্বীনের পথে এসো।
দ্বীনের পথে চলতে হলে
আসবে অনেক বাধা,
সকল বাধা পেরিয়ে তোমায়
ধরতে হবে কালেমার ঝাণ্ডা।
জীবন গড়ো আলীর মতো
আবূ তালেবের মতো নয়কো,
তবেই হবে তোমার জীবন 
খাঁটি সোনার মতো।
-মো. আবু জার গিফারী জিহাদ
শিক্ষার্থী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, 
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
Magazine