কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রভুর ধ্যানে

শুধুই প্রভুর ধ্যানে ঘুরপাক খায় এই মন,
চারিদিক আযানের ধ্বনি, সুবাসিত ফুলের ঘ্রাণ,
জুড়িয়ে দেয় মনোপ্রাণ,
দিবস-রাত্রি ক্ষণ।
নীল আকাশেতে পাখিদের উড়াউড়ি,
সবুজের বুক চিরে করে ঘুরাঘুরি,
নদীর পানিতে করে ঝলমল,
মাছ নিয়ে খেলা করে ঐ বলাকার দল।
বানের পানিতে আসে পানি
চাষিদের কষ্ট কতখানি,
মাছেরা দেয় হাসি,
মুক্তা রাশি রাশি,
রবের অপার মহিমায়
নেমে আসে ঢল।
-সামিউল ইসলাম রাসেল
সিরাজগঞ্জ।
Magazine