দেখিবে তুমি খুলে ঠুলি,
নিয়েছে মঞ্চ দখল করি,
যতসব চাকুরে, বেনে ও সাধারণ জনগণ।
কবে খুলবে কপাট,
আসবে নবারুণের ডাক,
দিগ্বিজয়ের সাহস নিয়ে জাগাবে আলোড়ন।
যারা রাখে আশা,
তেতালার পর বাঁধা বাসা,
তারা কীভাবে ঘটাবে এ দ্বীনের বিজয়!
হে তলেবে ইলমে দ্বীন,
কবে আসবে সে সুদিন,
যেদিন সকলি জমা হবে তোমার মোহনায়।
ধরবে তুমি তরণির হাল,
হবে না তবে এ উত্তাল,
প্রভাতের নতুন কিরণ গাইবে তব জয়গান।
আপন ভাইয়ের রক্তে না রাঙি,
সিক্ত করি এ ধরণি,
হাতে হাত মিলিয়ে সব, করি দ্বীনের নব উত্থান।
তাসনীম আল-আমান
কুল্লিয়া ২য় বর্ষ, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।