কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

রামাযান এলো

post title will place here
শা‘বান মাস পয়গাম দিল
মাহে রামাযানের ভাই,
অফুরন্ত কল্যাণের মাস
আসছে চলে তাই।
ধরার বুকে বইছে এবার
জান্নাতের ঐ হাওয়া,
বারো মাসে শ্রেষ্ঠ মাস
একটিই যায় পাওয়া।
মুমিনপ্রাণে দোল লেগেছে 
আনন্দ খুব মনে,
গোনাহ মাফের সময় এলো
খুশী সবার প্রাণে।
ইবাদত হবে প্রাণ খুলে
আল্লাহ পাকের তরে,
মুমিন পেল মহা সুযোগ 
পূর্ণ হৃদয় ভরে।
পবিত্র কুরআন হয় নাযিল
রামাযান মাসে জানি,
কুরআন মাজীদ শ্রেষ্ঠ গ্রন্থ
মুসলিম সবাই মানি।
সাদিয়া আফরোজ
অনার্স ৩য় বর্ষ, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
Magazine