বলো দেখি কার আদেশে
দূর আকাশে সূর্য ওঠে?
বলো দেখি কার ইশারায়
বিলের মাঝে শাপলা ফোটে?
বলো দেখি কার হুকুমে
বৃষ্টি নামে আকাশ থেকে?
বলো দেখি কার ইশারায়
মেঘমালা যায় যে ডেকে?
বলো দেখি কার আদেশে
সদা হাসে সূর্যি মামা?
কার ইশারায় রংধনুটাও
গায়ে পড়ে সাত রঙের জামা?
কার হুকুমে সিজদায় লুটে
সৃষ্টিকুলের সৃষ্টি সবে?
তিনি হলেন—মহান আল্লাহ
তাঁর হুকুমেই সবকিছু চলে।
-আশরাফুল হক
খত্বীব, গোগ্রাম পূর্বপাড়া জামে মসজিদ,
গোদাগাড়ী, রাজশাহী।