কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মনের আকুত

post title will place here
আমি হারিয়ে যাব স্মৃতির মাঝে, দূর সীমানার পানে,
দুনিয়া তখন যাব ভুলে, রবের ভালোবাসার টানে।
এই জগতে কারো কাছে থাকবে না মোর চাওয়া,
হিস্যা প্রভু তোমার কাছে এটাই আমার পাওয়া।
উড়ব আমি পাখি হয়ে বাগিচার ঐ ডালে ডালে,
বুলবুলিকে গান শিখাব, আর নাচব তালে তালে।
এই পৃথিবীর ক্ষণিক মায়া ছেড়ে যাব চলে,
ভালোবাসার নতুন মালা পরব সেথায় গলে।
মাফ চেয়ে যাই, মাফ করে দেই, আর কিছু না চাই,
সেথায় গিয়ে মাজনূন আমি, প্রভু তোমায় যেন পাই।
-মো. মেহেদী হাসান
প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মুন্সীগঞ্জ।
Magazine