মসজিদে ঐ হচ্ছে আযান
ওঠরে মুমিন ভাই,
অলসতা ছেড়ে চলো
ছালাত পড়তে যাই।
ছালাত হলো প্রভুর বিধান
ঈমানদারের কর্ম,
ছালাতবিহীন ইসলাম কারো
হবে নাতো ধর্ম।
ছালাত তোমায় এনে দিবে
সকল সফলতা,
মসজিদে চল ওহে মুমিন
ছেড়ে অলসতা।
ছালাত পড়ে প্রভুর তরে
ক্ষমা চাইতে থাকি,
উভয় কালের সফলতা পেতে
সর্বাবস্থায় ডাকি।
-আশরাফুল হক্ব
পেশ ইমাম, গোগ্রাম আহলেহাদীছ জামে মসজিদ।