কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

অতিথি পাখি

post title will place here
তোমার সাথে দেখা হলো
একটি বছর পরে,
তোমায় দেখে বন্ধু আমার
মনটা গেল ভরে।
আমি হলাম তোমার দেশে
অতিথি সেই পাখি,
তোমার দেওয়া আদরগুলো
হৃদয়ে মোর মাখি।
শীতের সময় আসি বন্ধু
দেখতে তোমার দেশ,
সোনার বাংলার সবুজ শ্যামল
হয় না দেখে শেষ।
আমার দেশে এসো বন্ধু
সময় পেলে বেশি,
ভালোবাসা দিয়ে তোমায়
হৃদয় করব খুশি।
ভালোবাসা দিও বন্ধু
আসলে তোমার দেশে,
মনের যত জমা কথা
বলব হেসে হেসে।
মিজানুর রহমান
মাহমুদপুর, মেলান্দহ, জামালপুর।
Magazine