কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

রাজনীতি

post title will place here

রাজনীতি করে ক্ষতি 

বাড়ায় শত্রু অনেক,

আসল নীতি নিয়ে চলো

খাটিয়ে নিজের বিবেক।

যে রাজনীতি করি মোরা

চলি সবার সাথে, 

মনুষ্যত্ব বিকিয়ে দিয়ে

অস্ত্র মোদের হাতে।

রাজের নীতি প্রজার কাঁধে

চাপিয়ে দিয়ে ক্ষতি, 

ডাকনাম তাই রেখেছি মোরা

সুখের রাজনীতি। 

ইয়াহূদীর চিন্তা ধারায়

ভাসিয়ে দিয়ে মন,

চোখ জানালা বন্ধ করে 

ভাঙছি রক্ত বাঁধন। 

পত্রিকাতে রাখলেই চোখ

চক্ষু চড়কগাছ, 

দলীয় বলে করছে যা তাই

ভাবছে না আগপাছ। 

গণতন্ত্রের পাতায় পাতায় 

লোভ লালসার নীতি, 

কুরআন খুলে নাও শিখে

শান্তির রাজনীতি। 

মানুষের মন থাকবে সদা

ছড়িয়ে দিতে প্রীতি, 

তবেই হবে ক্বায়েম মোদের

ইসলামী রাজনীতি।

মুস্তাকিম বিল্লাহ 

বাগমারা, রাজশাহী।

Magazine