কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ধন্য করো জীবন

বুকে যদি ভেঙে পড়ে

বাঁধ ভাঙা এক নদী,

মুনাজাতে দু’হাত তুলে

কাঁদো নিরবধি। 

প্রভুর কাছে বলতে পার 

মনের গোপন কথা,

সব ভয় তো কাটিয়ে যাবে

জমিয়ে রাখা ব্যথা। 

অনিত্য এই ধরণিতে

নয় তো কেহ আপন,

প্রভুর প্রেমের সুধা নিয়ে 

ধন্য করো জীবন।

-মো. শাহানুর ইসলাম 

পাকেরহাট, খানসামা, দিনাজপুর।


Magazine