কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

কবর

বয়স কখন টানবে ইতি কেউ কি জানি ভাই?

আর কিছু নয়, পথ ও পাথেয় চলো করে যাই।
কবর সবার সকাল বিকাল ডেকে ডেকে যায়
বেখবরে মানুষগুলো শুনতে নাহি পায়।
একা একা থাকতে হবে ভিন্ন সে এক ঘর
বাড়ি গাড়ি কেড়ে নিয়ে সবাই হবে পর।
তবু নাহি মন্দ খাতা বন্ধ করি ঢের
একটু কি আর ভেবে দেখি কবর নিয়ে ফের?
মিছে মায়া ভালোবাসা এ জগতের সব
চক্ষুখানা বন্ধ হলে থামবে কলরব।
নেকী করে পরপারে যেতে পারলে ভাই
কবর হাশর ছিরাত পুলে ভয়ের কারণ নাই।
এসো সবাই কবর দেশের একটু রাখি ভয়
তবেই মুক্তি হাসিখুশি আখেরাতে জয়।

-মহিউদ্দিন বিন জুবায়েদ

মুহিমনগর, চৈতনখিলা, শেরপুর।


Magazine