গুড়ুম গুড়ুম রবে ডাকছে মেঘ পাখি
পাকা দালানের বারান্দায় দাঁড়িয়ে চেয়ে আছি আনমনে,
আমার সোনার ভূমি সবুজ গাঁয়ের কথা পড়ছে মনে।
শ্রাবণের ধারাবরিষণে,
আমার গাঁয়ের সেই গরীবের চালাঘরে
সুর উঠেছে বুঝি ঝুমুর ঝনঝনে।
গ্রীষ্মের রোদে ফেটে চৌচির এক ফালি জীর্ণ পরে,
কৃষাণও দাঁড়িয়ে বুঝি দু’হস্ত আসমানে তুলে ধরে।
শ্রাবণের মিঠে বারি ঢেলে দিয়ে এ ধরাকে দান করে পুনর্জীবন।
রহমের বারি দানে শান্ত করো গো প্রভু কৃষাণের ব্যাকুল ওই মন।
সর্বগ্রাসী বানে ভাসায়ো না গাঁয়ের সে ছোট্ট টিনের চালাঘর,
বৃষ্টির কল্যাণে সোনার ফসলে যেন ভরে যায় গরীবের ঘর।
এ বৃষ্টি বর্ষাও কৃষাণের দু’ঠোঁটের হাসির কারণ করে,
বরিষের প্রত্যেক ফোঁটায় ফোঁটায় যেন তোমার রহম ঝরে।
-আব্দুল্লাহ আল আসিফ
ছানাবিয়া ১ম বর্ষ, মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া,
উত্তর যাত্রাবাড়ী, ঢাকা।