রাত্রি নিঝুম হলে শত ফোটে তারা
রবের রহম যেন ঝরে আহা দাঁড়া!
নূরের ঝলক আসে মেঘে ভেসে ভেসে
জমিনের সব যেন জেগে উঠে হেসে।
রাত্রি নিঝুম হলে নীলাকাশে উড়ে
বারাকাতে ছামিয়ানা আকাশ জুড়ে।
প্রতিটি রাত যেন ভালোবাসা মাখা
রাতের প্রতিক্ষণে নড়ে কত শাখা।
যায় পাখি পাপিয়া উড়ে উড়ে দূরে
আবেগের প্রেমমাখা নীলাকাশে ঘুরে।
রহম রহমে ওই ভরে উঠে ফাঁকা
রাত্রি নিঝুম আহা! জোছনাতে ঢাকা।
শরৎ নীলাকাশে তারা ঝিকিমিকি
জানালার পাট খুলে ভালো করে দেখি।
প্রভুর রহমগুলো ঝরে ঝরে পড়ে
আলোমাখা জোছনায় নিই মুঠি ভরে।
মহিউদ্দিন বিন জুবায়েদ
মুহিমনগর, চৈতনখিলা, শেরপুর।