মারামারি খুনখারাবি হয়ে গেছে পেশা,
রাহাজানি চুরি করা হয়ে গেছে নেশা।
মানবতা ধামাচাপা বিবেক যেন অন্ধ,
জাহেলী যুগের মতো করছে লোকে মন্দ।
ধর্মকর্ম ভুলে গিয়ে চলছি নিজের মতো,
বিপন্নতা ছেয়ে গেছে লেগে আছে যত।
প্রতিযোগী হচ্ছে মানুষ লোক ঠকানোর কাজে,
ভেতর দিয়ে মন্দ করে সামনে ভালো সাজে।
-শামসুল আরেফীন
শ্রীপুর, গাজীপুর।