কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

আমানত

ভালোবাসার পবিত্র পরশে কভু নাহি সতীপাত,

নারীর আমানত ধর্মপত্নী নাহি কোনো গর্ভপাত।

চির ঔরস জাত্য রক্ষিবে তুমি কোন আননে?
চির কুমারী ভগদুয়ারি বিলিয়ে দাও ঐ নরপশু মনে।
দ্বয়ের সতীত্ব কেবলি রবের আমানত নহে,
এটি চির পরম সত্য ঔরসের আমানত বহে।
ধরণীর যত শাস্ত্র-শাশ্বত ধর্ম চির বাণী,
সকামে না ভুলি দিয়েছে চির সত্য সংসারী।
ভালোবাসা কৃষ্ণ যোগী বাহ বাহ বলছ তুমি !
সে তো এক বৈজাত্য নরক খুঁটির জাতাপত্যা।
ভালোবাসার পবিত্র পরশে নাহি কোনো ভগ,
জোয়ান-কুমারী আমানত ভুলিয়া মাতিবে কি ভগদুয়ারি?
পবিত্র সন্তান চাহি তারা সংসার বসি,
আগেই সতীত্ব হারিয়ে এখনি কি তা হবি?
জিহ্বা আর ভগদুয়ারি রক্ষিবে যে নর-নারী,
নিশ্চয়ই জানিও তোমরাই স্বর্গের অধিপতি।
ধরণীর সবি উত্তরাধিকার জন্মিলি নারীর উদরগ্রহে,
আমানত ছাড়া শ্রেষ্ঠ মানুষ হবি কোন নর-নারীকুলে?
এমনি মানবী এ ধারার শ্রেষ্ঠ নিয়ামত পূজারি,
এমনি গৃহে আসিবে জগৎ শ্রেষ্ঠ দূত পাঞ্জেরী।

মাহাতাব হাসান এমরে

শালিখামাগুরা

Magazine