ভালোবাসার পবিত্র পরশে কভু নাহি সতীপাত,
নারীর আমানত ধর্মপত্নী নাহি কোনো গর্ভপাত।
চির ঔরস জাত্য রক্ষিবে তুমি কোন আননে?
চির কুমারী ভগদুয়ারি বিলিয়ে দাও ঐ নরপশু মনে।
দ্বয়ের সতীত্ব কেবলি রবের আমানত নহে,
এটি চির পরম সত্য ঔরসের আমানত বহে।
ধরণীর যত শাস্ত্র-শাশ্বত ধর্ম চির বাণী,
সকামে না ভুলি দিয়েছে চির সত্য সংসারী।
ভালোবাসা কৃষ্ণ যোগী বাহ বাহ বলছ তুমি !
সে তো এক বৈজাত্য নরক খুঁটির জাতাপত্যা।
ভালোবাসার পবিত্র পরশে নাহি কোনো ভগ,
জোয়ান-কুমারী আমানত ভুলিয়া মাতিবে কি ভগদুয়ারি?
পবিত্র সন্তান চাহি তারা সংসার বসি,
আগেই সতীত্ব হারিয়ে এখনি কি তা হবি?
জিহ্বা আর ভগদুয়ারি রক্ষিবে যে নর-নারী,
নিশ্চয়ই জানিও তোমরাই স্বর্গের অধিপতি।
ধরণীর সবি উত্তরাধিকার জন্মিলি নারীর উদরগ্রহে,
আমানত ছাড়া শ্রেষ্ঠ মানুষ হবি কোন নর-নারীকুলে?
এমনি মানবী এ ধারার শ্রেষ্ঠ নিয়ামত পূজারি,
এমনি গৃহে আসিবে জগৎ শ্রেষ্ঠ দূত পাঞ্জেরী।
মাহাতাব হাসান এমরে
শালিখা, মাগুরা।