এক মুসলিমের অন্যের উপর
ছয়টি হক আছে,
তবেই তারা শান্তি সুখে
থাকবে খুব কাছে।
চলতে পথে দেখা হলে
সালাম দিবে আগে,
দাওয়াত দিলে গ্রহণ করলে
ভালোবাসা জাগে।
তোমার মঙ্গল সে যদি চায়
তুমিও মঙ্গল চাও,
প্রভুর তরে দু‘আ চাইতে
হাত বাড়িয়ে দাও।
হাঁচির পরে শোকর করলে
জবাবখানা দিবে,
জ্বরে পড়ে কাতর হলে
খোঁজ-খবরটা নিবে।
শুনবে যখন মরার খবর
জানাযাতে যাবে,
এই ছয়টি হক্ব আদায় করে
অনেক পুণ্য পাবে।
-জিশান মাহমুদ
শ্রীবরদী, শেরপুর।