হে আল্লাহ! দাও আমাকে
তোমার পক্ষ হতে উপকারী জ্ঞান,
চাইছি যে জ্ঞান তোমার কাছে
করো তা আমাকে দান।
এমন জ্ঞান চাই না আমার
যাতে নেই কোনো উপকার,
শিখতে চাই আমি কল্যাণের জ্ঞান
যাতে কষ্ট পরিশ্রম না হয় বেকার।
কায়মনোবাক্যে প্রার্থনা করি হে প্রভু!
পূরণ করো আমার আশা,
বুঝতে শেখাও আমাকে
ইলমের তৃপ্তি ও ভালোবাসা।
চলতে শেখাও সোজা-সরল পথে
যেই পথে রয়েছে শান ও মান,
জ্ঞানের রাজ্যে পদার্পণ করাও
দাও আমাকে উপকারী জ্ঞান।
-আব্দুল বাসীর
৬ষ্ঠ শ্রেণি, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।