আঁধার মাঝে অচেনা পথ পাড়ি দিলে
ভয়-ভীতির সঞ্চার ঘটে মনে;
আলোর পথের পথিক হলে নিকট
ভবিষ্যতেই সাক্ষাৎ ঘটবে জয়ের সনে।
সরল সহজ সঠিক পথে চললে
সত্যের নাগাল তবেই মিলে;
মনের গহীনে উঁকি দিলে আলো
মন হয় প্রাণবন্ত ঝলমলে।
সত্যের পথে চলা যায় শির উঁচু করে
সিংহের মতন সাহসের গর্জন দিয়ে;
মিথ্যার পথে আসে কত যে বাধা আর
চলতে হয় ভেজা বিড়াল হয়ে।
সত্য নিয়ে অগ্রপানে আসবে হয়তো
বর্ণনাতীত শত-সহস্র বাধা-বিপত্তি,
মহান রবের দয়ায় অগ্রের বাধায়
আমাদের নেই কোনো আপত্তি।
সঠিক পথে চললে প্রভু
সদা সত্য করেন সার,
আলোর পথে থাকলে তবেই
দয়াময় প্রভু করেন পার।
ওমর ফারুক বিন মুসলিমুদ্দীন
ছাত্র, মাদরাসাতুল হাদীস, নাজির বাজার, ঢাকা।