পরকালে আসবে শীঘ্রই,
আল্লাহ বিচার করবেন সবারই।
যারা ইহকালে করবে নেকী,
পরকালে তারা হবে জান্নাতী।
যারা ইহকালে করবে পাপ,
পরকালে তারা পাবে জাহান্নাম।
ইহকালে মোরা ভালো কাজ করব,
পরকালে বিনিময়ে জান্নাত পাব।
আমরা সকল খারাপ কাজ ছেড়ে দিব,
পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচব।
তাসফিক আহমাদ
সপ্তম শ্রেণি, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।