কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ডায়াবেটিস

অলস দেহটা তুমি আরামে ঘুমাও

খাও শুধু রাত-দিন মুরগি পোলাও। 

কাজ নেই কাম নেই শুধু শুয়ে থাকা

ঘুরে ঘুরে স্বপ্নে তুমি ঘুরে এলে ঢাকা। 

ভাত আলু খুব ভালো সেই সাথে মিষ্টি

থালা ভরা লুচি খাও সেই দিকে দৃষ্টি। 

পেট ভরা খানাপিনা আর কিছু নাই

খাই খাই সদা ভাই বাকিটাও চাই। 

সৃষ্টিকর্তা দিয়েছে মুখ কেমনে শাসাই

আহার দিয়েছে প্রভু খেতে বাধা নাই।

এমন বচন শুনে তো ভাই একেকজনে হাসে

ডায়াবেটিস কয় ভাইরে আমি আছি পাশে।

-মাখন চন্দ্র রায়

পাকেরহাট, খানসামা, দিনাজপুর।

Magazine