কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

নছীহত

post title will place here
শোনো সবাই দুষ্টুমিটা রাখো এখন বন্ধ
পড়ার সময় মন না দেওয়া সে তো ভীষণ মন্দ।
খেলার সময় খেলা করো, পড়ার সময় পড়া
চললে ভালো কে-বা বলো বলবে কথা কড়া?
আজকে তুমি পড়লে না ঠিক,
বেখেয়ালি এদিক-ওদিক
ক্লাসে ঠায় দাঁড়িয়ে তবে,
শিখিনি পড়া বললে হবে?
সে তো ভীষণ মন্দ
পড়ো পড়ো এখন সবে, দুষ্টুমিটা বন্ধ।
বাবা মায়ের স্বপ্ন কত
কষ্ট তাদের হোক না যত
তুমি যেন আলেম হও, নেই তাতে লেশ দ্বন্দ্ব
পড়ার সময় দুষ্টুমিটা সত্যি ভীষণ মন্দ।
আজকে তোমার হেলাফেলা
বাবার কষ্টে অবহেলা
মায়ের দুঃখ না বুঝলে আর
মনটা কী বা মানে তাহার?
তোমায় ছাড়া শ্বাসটি যে তার হয় বারে বার বন্ধ,
পড়ার সময় মন না দেওয়া সে তো ভীষণ মন্দ
পণ করো সব আলেম হবে,
লেখাপড়ায় কঠোর রবে
তাতেই তবে সফলতা, অন্যথা দোর বন্ধ,
পড়ো পড়ো মনোযোগে, দুষ্টুমি সব বন্ধ।
-মুগনিউর রহমান তাবরীজ
শিক্ষক ও মিডিয়া হেড, হাবরুল উম্মাহ মডেল মাদরাসা, লক্ষ্মীপুর।
Magazine