কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

পচা লাশ

post title will place here
মাইকে এলান হবে ফাউড়া বানাবে কবর,
বরই পাতার গোসল হবে আবুলও নিবে খবর।
কেউ হাসবে না—সবাই শুধু কাঁদবে, 
জ্বলন্ত স্মৃতির ফুটন্ত দৃশ্য অন্তরে ভাসবে।
জানাযা শেষে লাশের বেশে সাড়ে তিন হাত ঘর!
 দু‘আ আর কান্না শেষে লাশ সবার পর!
পর না হলে লাশের বাড়ি, লাশের সব সম্পদ—
 দিন শেষে ভোগ করি, আবার হইয়া উঠি চতুষ্পদ। 
লাশের জন্য কান্না— তা যেন আবেগ,
একবারও বাঁশ তলার খোঁজ—না নেওয়া কীসের বিবেক?
বাঁশ তলার পচে যাওয়া দেহ সেটাও একদিন হব আমি,
 মনে রাখবে না কেউ ভুলে যাবে প্রিয়তমা তুমি।
মানব শব্দটির অপর নাম লাশ—তবে এত কীসের উপহাস?
 বুঝলেও মানলে না, দিনশেষে আমি আর তুমিও পচা লাশ!
-ইবনু মাসউদ 
সহকারী পরিচালক, তামীরুল মিল্লাত সাহিত্য ফোরাম।
Magazine