মা-বাবাহীন জীবন কেমন, হারালে তবে বুঝবে,
এদিক-সেদিক চারিদিকে শুধু মা-বাবাকেই খুঁজবে।
মা-বাবা ছাড়া শূন্য আকাশ সারাটা ঘর ফাঁকা,
সকাল-সাঁঝে মনটা কাঁদে তাদের ছবি আঁকা।
হাত বুলিয়ে মাথার পরে দেয় না কেউ আর দু‘আ,
চোখের জলে কি তাদের স্মৃতি যায় কখনো ধোয়া?
জান্নাত-জাহান্নাম তাদের সেবায় জেনে রেখো ভাই,
কুরআন-হাদীছ পড়ে-শুনে জেনেছি মোরা তাই।
মা-বাবা যদি দুনিয়া ছাড়ে দু’চোখ ভরা জলে,
আল্লাহ তাআলা দেবেন আযাবের অতল তলে।
মা-বাবার তাই সেবা করো দিয়ে সবাই মন,
পৃথিবীতে মোরা জান্নাত কিনব এই করি পণ।
-আব্দুল বারী
নন্দীগ্রাম, বগুড়া।