এ ধমনির বুক চিরে অভিষেক মোর
অভীষ্ট কয়েক উপলক্ষ্য নিয়ে,
চাই ইলাহী আলোয় উদ্ভাসিত হতে আর
সুন্নাহর সোনারাঙা রোদে হৃদয়টা বিধৌত করতে।
মনের পলিদ্বীপে ঘটাবো পুন্যের ফলন
নিষুপ্ত তমায় বিনিদ্রে করব পাপের দ্রবণ।
প্রভুর আরাধনায় থাকব সদা প্রমত্ত
রাসূলের আদর্শ গায়ে মেখে হব আমি ঋদ্ধ।
কষ্টেরা যবে বুকের মাঝে প্রহার করবে খুবি
রবের পানে করদ্বয় তুলে খুঁজব প্রশান্তির চাবি।
মন-পিঞ্জরে পূঞ্জীভূত আছে যত আর্তি
তা নিয়ে তাহাজ্জুদে লিখব একটি চিঠি।
এভাবেই ধীরে ধীরে জমাবো নেকের ঢিপি
ওপারে যাত্রাকালে হবে তারা সাথি।
প্রভু! এ নচ্ছারকে দাও একটুখানি শক্তি
যেন পেরোতে পারি সেই বৈতরণি,
তোমার অপার করুণার বলে
হতে পারি জান্নাতের পাখি।
সাব্বির আহমাদ
শিক্ষার্থী, মাদরাসাতুল হাদীস, নাজির বাজার,
বংশাল, ঢাকা।