মিনার থেকে ভেসে আসে
ওই আযানের সুর,
মিষ্টি কণ্ঠ শুনতে আহা!
কী যে সুমধুর।
রাত্রি শেষে ফজর হলে
ডাকে মুয়াজ্জিন,
ঘুমের চেয়ে ছালাত ভালো
ক্বায়েম করি দ্বীন।
আযানের সুর শুনে চলো
মসজিদেতে যাই,
আল্লাহ হলেন অদ্বিতীয়
তার বড় কেউ নাই।
-শাকিব হুসাইন
খানসামা, দিনাজপুর।