কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
শিক্ষাগুরু মহান মানুষ
মহান তাঁদের মন,
শিক্ষা দিয়ে দেশজাতিকে
করে আলিঙ্গন।
মূর্খতাকে দূর করিয়ে
দেয় ছড়িয়ে নূর,
শিক্ষাগুরুর পরশ পেয়ে
যায় কেটে যায় ঘোর।
মিজানুর রহমান
মাওনা বাজার, শ্রীপুর, গাজীপুর।