বছর শেষে আবার আসছে
রহমতেরই মাস,
মুমিন-মুত্তাক্বী করবে ইবাদত
হয়ে আল্লাহর দাস।
রামাযান আসে আনন্দ নিয়ে
মুমিন-মুত্তাক্বীর অন্তরে,
ইবাদত আর যিকির করে
একমাস টানা ধরে।
সাহরী হয় ইফতার হয়
আরও হয় তারাবী,
এ ছালাত আদায় করে
পাবে জান্নাতেরই চাবি।
ছিয়াম হলো এমন বিধান
যার হয় না কোনো তুলনা,
নিজ হাতে যার প্রতিদান করবেন দান
তার নেই কোনো কল্পনা।
ছিয়াম হলো ফরয বিধান
মানতে তোমায় হবে,
না মানলে জীবন তোমার
ধ্বংসের দিকে যাবে।
-সীমা বিনতে সিরাজুল ইসলায়
শিক্ষার্থী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ (বালিকা শাখা),
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।