নিত্য যাদের ভালো চাহি
তারাই দেখি ভুল বুঝে,
যাদের ভালো করি আমি
তারাই আবার ভুল খুঁজে!
আচরণে মানুষগুলো
সত্যি বড় আজগুবি!
মনটা ভীষণ বিষণ্ন যে
ভাবছি বসে আজ খুবই!
মানুষ হয়ে এই মানুষের
খারাপ চাহি কেমনে?
তাইতো আমি স্বভাবদোষে
ভালো চাহি এ মনে!
হাজার ভালো করেও যদি
হয়ে যায় কোনো ত্রুটি,
ভালো সবই হয় যে মাটি,
দেখি শুধু ভ্রুকুটি!
ভালো করার খায়েশ তাইতো
চাপা পড়ে দেয়ালে,
তবু আমি আমার মতোই
কাজ করে যাই খেয়ালে!
-মো. শফিউর রহমান
সহকারী শিক্ষক, পাঁচগাছিয়া সর. প্রাথ. বিদ্যালয়,
কাকনহাট, গোদাগাড়ী, রাজশাহী।