ধর্মের দুয়ার খুলে গেছে আজ ভুলে গেলে সুন্নাত?
বিদআত পুষিয়া নিজে তো মরিলে, মারিলে সরল জাত।
ওরে মুসলিম দাড়ি-টুপি তোর লম্বা তো বেশ আলখেল্লা সাদা
সরল জাতিরে পাইয়া মক্তবে করিয়া রাখিলে গাধা।
হাদীছ জানো না কুরআন মানো না মৌলবী সেজে আছো
মসজিদ ভাঙার ফতওয়া দিয়ে খিলখিলিয়ে হাসো।
ইয়াহূদী-নাছারা কারে বলো তুমি কার ঘর ভাঙিলে ভাই?
কিয়ামত দিবসে কষিবে তোমারে পাবে কি তুমি ঠাঁই?
যে কিনা আজ মাড়ি দিয়ে ধরে সুন্নাত-ফরয কষে,
তারে তুমি কেন লাঞ্ছিত কর মারিছো কেন রোষে?
তুমি বিদআতী সুন্নাতহারা ধর্ম বেঁচে খাও
মসজিদ ভাঙার ফতওয়া দিয়ে নিশ্চয় কিছু পাও?
শুনে রাখো, তুমি আমি মুসলিম মুহাম্মাদের বীর,
রক্ত দিয়ে হলেও আবার জাগাবো ভাঙা মসজিদের শির।
বিদআত ছাড়িয়া সুপথে আসো বিভেদ করো না আর,
সকল মুসলিম এক জাতি মোরা কেউ নয় আজ পর।
-শেখ নয়ন আহমাদ
বিবিএ (অনার্স), শেষ বর্ষ, কাজী আজহার আলী কলেজ,
ফকিরহাট, বাগেরহাট।