ফেব্রুয়ারির চৌদ্দ তারিখ
গায় ভালোবাসার গান,
এই দিবসে কত মুসলিম
হারায় তাদের সম্মান।
ভালো-মন্দ না বুঝে সব
পড়ে বিধর্মীদের ফাঁদে,
কেউ কেউ সতীত্ব হারিয়ে
নীরবে যে বসে কাঁদে।
কেউ বা আবার উপদেশ দেয়
এর ফাঁদ হতে বাঁচতে,
কেউ চাই পূর্ণ স্বাধীনতা
নগ্ন হয়ে নাচতে।
আমি যে চাই সচেতন হোক
প্রতিটি মায়ের জাত,
নগ্ন ঐ ভালোবাসার মুখে
দেয় যেন তারা লাথ।
-আশরাফুল হক
নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।