কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বিপদ এবং ধৈর্য

post title will place here
বিপদ যতই আসুক না ভাই থাকুক মোদের সাথে,
ধৈর্য ধরে সহ্য করে চলব দুনিয়াতে।
রোগ-বালাই বিপদ-আপদ সবই রবের দয়া,
বুঝবে যেজন ছাড়বে সেজন দুনিয়ার সব মায়া।
পাপ করেছি বলেই বিপদ আসছে এটা নয়,
রবের এমন পরীক্ষাতে ধৈর্য ধরতে হয়।
রবের দয়ার জন্যে বিপদ হচ্ছে দুনিয়ায়,
এই শাস্তিই পরকালে সহ্য করার নয়।
বিপদে পড়ে পথভ্রষ্ট হচ্ছি কত শত,
ইবলীসের ফাঁদে পড়ে হচ্ছি তারই মতো।
বিপদে তাই করণীয় ভুল স্বীকার করা,
রবের কাছে কৃতকাজের ক্ষমার বায়না ধরা।
সর্বদা তো ভালো মানুষই থাকে বিপদের সাথে,
ধৈর্য ধরে সহ্য করলে জান্নাত তাদের হাতে।
রঙের এই দুনিয়াটা মুমিনের কারাগার,
বলে গেছেন আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত কাফেরের।
-মুস্তাকিম বিল্লাহ
বাগমারা, রাজশাহী।
Magazine