শোনো আমার মা-বোনেরা শোনো দিয়ে মন
বহু হিকমাহ সামনে রেখে তোমাদের পর্দা প্রয়োজন।
পর্দা হলো দ্বীনের বিধান পালন করবে তোমরা তাই
পর্দা ছাড়া নারীর এই সমাজে কোনো মর্যাদা নাই।
তোমরা হচ্ছ নারী মায়ের সমান কত যে সম্মান
পর্দা ছেড়ে আজ তোমরা নারী কেন হচ্ছ অপমান।
পেপার পত্রিকার পাতা খুললে প্রায়ই দেখা যায়
এসিড নিক্ষেপ নারী ধর্ষণ এসব খবর রয়ে যায়।
পর্দা করে চললে নারী পাবে তোমরা সবাব শ্রদ্ধা
বেপর্দা আর বেহায়াপনা ছেড়ে করো তোমরা দ্বীনের পর্দা।
সৌরভ হাসান
শিক্ষার্থী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, রাজশাহী।