কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ঈদের ছড়া

যিলহজ্জে ফের আসলো ফিরে
কুরবানীর ঐ ঈদ,
সকাল বেলা খুশির মেলা
নেইতো চোখে নিদ।
কিনছে বাবা কুরবানীতে
দেখার মতো জীব,
ছালাত শেষে যবেহ করে
খুশিতে মাগরিব।
নতুন টুপি নতুন জামা
সবার মাথায় আজ,
নেই ভেদাভেদ হিংসা বিভেদ
খুশির কারুকাজ।
-মহিউদ্দিন বিন জুবায়েদ
মুহিমনগর, চৈতনখিলা, শেরপুর।
Magazine