মা আছে যার এই ভবেতে
দুঃখ বলো কীসে,
মায়ের দু‘আয় কঠিন বিপদ
যায় যে হাওয়ায় মিশে।
মা আছে যার শান্তি যে তার
নেই তো পেরেশান,
বরকতে ফের কত কিছু
করেন প্রভু দান।
মা আছে যার পায় সে দু‘আ
নিরিবিলি থাকে,
দিবানিশি মায়ের আদর
তার শরীরেই মাখে।
-মিজানুর রহমান
মাওনা বাজার, শ্রীপুর, গাজীপুর।