এই ধরণির সবুজ শ্যামল
ছোট্ট একটি দেশ
নাম কি তাহার বলো দেখি
প্রাণের ‘বাংলাদেশ’।
যেদিকে তাকাই বন-বনানী
দেখতে লাগে বেশ
নদী-নালা, খাল-বিলের
সোনার বাংলাদেশ।
শস্য-ফসল আর শাক-সবজি
সবই রবের দান
আম, কাঠাল আর জাম, লিচুতে
ভরে মোদের প্রাণ।
সকল দেশের রানি সে যে
মহান রবের দান।
-বাসসাম ইবনে আব্দুল আলীম
৫ম শ্রেণি, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।