কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

কবর

post title will place here
সবাইতো চলে যায় পৃথিবী ছেড়ে 
কেউ রবে না আর তোমাকে ঘিরে, 
ভালোবাসা, ধনসম্পদ সবকিছু ফেলে
কী করে রইবে তুমি একলা ঘরে?
কখনও ভাবোনি তুমি এমন হবে 
দুনিয়ার সব রং পর হয়ে যাবে,
তুমি, আমি চলছি তো একই পথ ধরে 
ক্ষণিকের অতিথি হয়ে এই ভূবনে।
মরণ যখন এসে ডাকবে তোমায়
নিয়ে যেতে চাইবে দূর নীলিমায়,
শেষ হবে শেষ হবে সব আয়োজন 
দেহ থেকে আত্মা বের হবে যখন।
তোমার বাড়িতে হবে মানুষের ভিড়
বলবে হয়তো কেউ কী হলো রে বীর?
কাঁদবে কিছু লোকে কঠিন ব্যথায়
তোমাকে হারিয়ে এক আঁধার মেলায়।
গোসল, দাফন ও জানাযা শেষে 
নিয়ে যাবে তোমাকে গোরস্থানে,
আলোর ভুবন ছেড়ে আঁধার ঘরে
কী করে রইবে তুমি ভেবেছ আগে?
বিশ্বাসী, সত্য ও ন্যায়ের পথে চলেছে যারা
ছালাত পড়েছে সদা আল্লাহর ধ্যানে,
তাঁরাইতো সুখি হবে মৃত্যুর পরে 
নূরের পরশ পাবে ইনশা-আল্লাহ। 
হে বিপথগামী পৃথিবীর বীর!
ফিরে এসো ইসলামের পথে সময় থাকতে,
গড়ে তোলো জীবনটা সঠিক পথে
যে পথ পেয়েছিলে নবী ও ছাহাবীর মাঝে,
যদি মুক্তি পেতে চাও দুই জগতে।
-মো. আলমগীর হোসেন 
সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়,
লক্ষীকোল (ধুনচি), রাজবাড়ী, ঢাকা। 

Magazine