মোরা গ্রীষ্মের ছুটিতে আত্মীয়ের বাড়ি যাই,
বেড়াতে গিয়ে নানান খাবার পেট পুরে খাই।
সমবয়সী ছেলেদের সাথে করি ছোটাছুটি,
বেপরোয়া জীবন কাটাই এক সাথে জুটি।
এখানে-সেখানে যে চড়ি-পড়ি কত,
একসাথে খেলাধুলা করি মোরা যত।
আত্মীয়স্বজনের আদরে খুশিতে গদগদ,
রৌদ্রে ঘুরে গোসল করে গায়ে আসে জ্বর।
অসুস্থ হয়ে বাড়ি ফিরে আসি যখনি,
মা-বাবার মুখে কত খাইরে বকুনি।
ছুটিতে যেন লেখাপড়ার না হয় কোনো ক্ষতি,
উপদেশ মোর রইল শিক্ষার্থীদের প্রতি।
আব্দুল বারী
নন্দীগ্রাম, বগুড়া।