কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

গ্রীষ্মের ছুটি

post title will place here

মোরা গ্রীষ্মের ছুটিতে আত্মীয়ের বাড়ি যাই,

বেড়াতে গিয়ে নানান খাবার পেট পুরে খাই।

সমবয়সী ছেলেদের সাথে করি ছোটাছুটি,

বেপরোয়া জীবন কাটাই এক সাথে জুটি।

এখানে-সেখানে যে চড়ি-পড়ি কত,

একসাথে খেলাধুলা করি মোরা যত।

আত্মীয়স্বজনের আদরে খুশিতে গদগদ,

রৌদ্রে ঘুরে গোসল করে গায়ে আসে জ্বর।

অসুস্থ হয়ে বাড়ি ফিরে আসি যখনি,

মা-বাবার মুখে কত খাইরে বকুনি।

ছুটিতে যেন লেখাপড়ার না হয় কোনো ক্ষতি,

উপদেশ মোর রইল শিক্ষার্থীদের প্রতি।

আব্দুল বারী

নন্দীগ্রাম, বগুড়া।

Magazine