জ্ঞানী যবে মারা যায় জ্ঞান নিয়ে সাথে
রাসূলের সেই কথা ভাসে মানসপটে৷
জ্ঞানীদের মৃত্যুতেই জ্ঞান যাবে উঠে
নির্বোধরা জ্ঞান ছাড়া ধাপড়াবে মাঠে!
প্রতিদিন কত গুণী ছেড়ে যায় ধরা
ওদের মৃত্যুতে মোরা হই দিশেহারা৷
আলেমের মৃত্যু দেখে লাগে খুবই শঙ্কা
কবে জানি বেজে উঠে নির্বোধের ডঙ্কা।
মানুষ তো মারা যাবে এ কথাটি সত্য
আলেমের মৃত্যু পরে কাঁদে ভূ অশ্রান্ত৷
আলেমের মৃত্যু মানে হারা বড় ধন
এক ধাপ এগিয়ে এ জাতির পতন৷
-মো. জহুরুল
হরিপুর, পোরশা, নওগাঁ।