কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রিয় রাসূল

জন্ম নিলে সুদূর দেশে

করলে বিশ্বজয়,

ছড়িয়ে দিলে সত্যের বাণী

করলে না কারও ভয়।

প্রভুর আদেশ পালনে তুমি

সহ্য করেছ যাতনা,

কারও প্রতি নাহি ছিল

তোমারি কোনো বেদনা।

সাম্য আর সৌহার্দ দিয়ে

করেছো বিশ্বজয়,

বাতিল কুফফার নত করেছে শির

হয়েছে পরাজয়।

ধন্য হলো তোমারে পেয়ে

সুন্দর এ বসুন্ধরা।

তোমার বিদায়ে সকলে

হয়েছে যে প্রিয়হারা।

-সানাউল্লাহ আদ-দিলবারী

ছানাবিয়্যাহ ১ম বর্ষ, মাদরাসা মুহাম্মাদিয়া আরাবীয়া,

উত্তর যাত্রাবাড়ি, ঢাকা।

Magazine