যাকাত দাও রে যাকাত
হিসাব করে ভাই,
যাকাত না দিলে পরে
তুমি পবিত্র হবে না তাই।
খুশির আভা সবার মাঝে
বিলিয়ে দাও ভাই,
যাকাতের তাই টাকার হিসাব
কড়াকড়ি চাই।
সম্পদ পবিত্র করি ভাই
নিয়ম মেনে সব,
যাকাত দেওয়া ইসলামে যা
গরীব দুখীর হক্ব।
হালাল রূযী থেকে যাকাত
গরীব জনে দাও,
যাকাত দিয়ে প্রভুর হুকুম
পালন করে নাও।
তোমার যত সম্পদ আছে
যাকাত তার দিও,
ইয়াতীম মিসকীন হলে খুশি
দিল ভরে নিও।
সাদিয়া আফরোজ
শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।