কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বীর

post title will place here
মায়ের স্নেহ-মমতা দেখো ঠিক এক সুশ্রী মধু,
তুমি বীর, তোমার আছে সুশ্রী অতীত
ভুলছ কী করে তুমি জাতিতে উন্নীত,
তুমি উমার, হামযার উত্তরসূরি
তুমি নম্রের উদাহরণ, প্রয়োজনে তরবারী।
তুমি ঝোঁকে মাতো কত আছে কাজ বাকি
শানিয়ে নাও নিজেকে আসবে মাহদী।
তুমি সাহসী, হবে মাহদীর কাণ্ডারি,
তুমি ভাঙবে শৈল, গড়বে রণতরি।
তুমি যুদ্ধজয়ের বিজয়ী সৈনিক
তুমি বীর, তুমি শত্রুদের প্যানিক।
মিফতাউল ইসলাম
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।
Magazine