গ্রন্থে সার্বভৌমের বাণী
সরল লিপির বিবরণী
ইবাদতে কোটি ধ্বনি।
কী অপূর্ব আর
অবসান নেই যার
শ্রেষ্ঠ ভাষার সমাহার।
ধরণিতে নেই গ্রন্থ এমন
ভ্রান্তি, মুক্ত, দীক্ষা সঞ্চয়ে তেমন
মেটে দীক্ষা দিতে যেমন।
হবে অক্ষম গ্রন্থে ভ্রম পেতে
হক্বকে বাতিলরূপে গণ্যতে
থাকবে কাফেররূপে লেলিহানেতে।
হিতসাধনে আসবে না কেহ
সেদিন মহান গ্রন্থ ব্যতীত,
ফিরে এসো ক্ষমা চাই
হও প্রভুতে মাথা নত।
ধিক্কার জানাও বাতিল কিতাব
এসো রবের গ্রন্থ পড়ি,
নিজে হও শিখে সার্থক মানব
এসো অধমকে সার্থকের আহ্বান করি।
ইবরাহীম সরকার
মাহাদ ১ম বর্ষ, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, রাজশাহী।